শীট থেকে কন্টাক্ট অ্যাপ। কোনরকম কোডিং ছাড়া শুধু কপি পেস্ট করে এন্ড্রয়েড অ্যাপ বানান




শীট থেকে কন্টাক্ট অ্যাপ। কোনরকম কোডিং ছাড়া শুধু কপি পেস্ট করে এন্ড্রয়েড অ্যাপ বানান






Google শিট থেকে ডাটা নিয়ে কিভাবে একটি কন্টাক্ট অ্যাপ তৈরি করবো,তার সম্পূর্ণ প্রসেসটি আমি এই পোস্টে দেখাবো।

কাজটি আমরা তিনটি ধাপে সম্পন্ন করব

প্রথম ধাপে ডাটা স্টোর করার জন্য আমরা একটি গুগল শীটকে একটি সার্ভার রূপে প্রস্তুত করব। এবং সার্ভারের ডাটা এন্ট্রির জন্য একটি গুগল ফরম প্রস্তুত করবো এবং এই ফরমের মাধ্যমেই সকল তথ্য সংরক্ষণ করব।

দ্বিতীয় ধাপে আমরা অ্যাপ তৈরি করব এবং ইন্সটল করব।

তৃতীয় ধাপে আমাদের বানানো সফটওয়্যারটিকে সার্ভারের সাথে কানেক্ট করে ডাটা লোড করব।

সর্বশেষ আমরা আমাদের অ্যাপটি সুন্দরভাবে ব্যবহার করতে থাকব।

                                                                         ___________

প্রথম ধাপ: 

একটু ধৈর্য ধরে করে নিলে পরের ধাপ গুলো সহজ হবে।

ভিডিও দেখুন অথবা পড়া চালিয়ে যান...



                                                                           ________

সার্ভার তৈরি ও ডাটা সংরক্ষণের জন্য গুগল শীট ব্যবহার করবো।

প্রথম লিংক:

লিংকে ক্লিক করে গুগল শীটটির একটি কপি আমাদের ড্রাইভে সেভ করে নেবো।

https://docs.google.com/spreadsheets/d/1p_Ajo3vhYrQosdqei-bi1VyTBfHZdMC-26h5vqHSNTk/copy




এবার আমাদের ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে সেট করে নিয়ে আমাদের ফোনের ব্রাউজারে শীটটিকে অপেন করবো। নিচে ধাপে ধাপে দেখানো হলো।
.....



এবার আমাদের গুগল শীটটিকে একটি সার্ভারে রূপান্তর করবো যেন এতে স্টোর করা ডাটা/তথ্য আমাদের এপ থেকে পেতে পারি।
এর জন্য আমাদেরকে গুগল এপ্সক্রিপ্টের মাধ্যমে এই শীটটিতে কিছু কোডিং করতে হবে।
তবে চিন্তার কোন বিষয় কোডগুলো আমরা  কওমিকেয়ারের এই শীটটি কপি করার মাধ্যমে পেয়ে গেছি এখন শুধু ডিপ্লয় করে দিলেই কাজটি সম্পন্ন হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে এই সার্ভার থেকে তথ্য এপসে পাওয়ার জন্য আমরা একটি লিংক পাবো যাকে আমরা “ডাটাবেইজ এপিআই” বলবো। লিংকটি কপি করে গুরুত্বসহকারে সংরক্ষণ করবো।
প্রথমে আমরা নিচের সবগুলো ছবি মনযোগ দিয়ে দেখবো অতপর কাজটি করবো।

যেভাবে শীট থেকে এপ্সক্রিপ্টে যাবো।


যেভাবে এপ্সক্রিপ্টে কোড ডিপ্লয় করবো











এপটি ডিপ্লয় করে সর্বশেষ স্ক্রিনে পাওয়া “ওয়েব এপ ইউ আর এল”  লিংকটি কপি করব। এটাই হবে আমাদের ডাটাবেইজ এপিআই লিংক।এটিকে সংরক্ষণ করবো।

আমাদের সার্ভার ক্রিয়েট করা সম্পন্ন হয়ে গেল।

এবার সার্ভার এর নিরাপত্তার জন্য আমরা ২য় লিংকটি ব্যবহার করবো।


দ্বিতীয় লিংক:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeJDHzVFBLWglI5L9Exx9CK4FaK4iy7KPx96e6HVMmY_sRysA/viewform?usp=sf_link

লিংকে ক্লিক করে ফরমটি পূরণ করব

ডেভলপার আইডিতে নিজের একটি ইউনিক আইডি দেবো (নিজের ইচ্চে মত যেকোন কিছুই দেওয়া যাবে)   যেমন:SA202312 ‍ এবং একটি পাসওয়ার্ড দিবো।

ডাটাবেজ এপিআই ঘরে আমাদের সার্ভারের এপিআই টা দিয়ে দিবো।

এবং সার্ভারে ডাটা এন্ট্রির ফরম লিংকটা ডাটা এন্ট্রি ফরম ঘরে পেস্ট করবো।

ফর্মটি সুন্দরভাবে সম্পন্ন হলে একটি অ্যাপ আইডি পাবো। যেমন: QCAPP2400003


অ্যাপ আইডি, ডেভলপার আইডি ও পাসওয়ার্ড


এই তিনটি তথ্য গুরুত্বের সাথে সংরক্ষণ করবো।

প্রথম ধাপ সম্পন্ন হল

-----------

দ্বিতীয় ধাপ:

-----------

এই ধাপে আমরা এপ তৈরী করবো।

তৃতীয় লিংক

https://drive.google.com/drive/folders/1wIVz2PsruuI_-DBMt-ujq92q9A2Mzia9?usp=sharing

লিংকে ক্লিক করে দুটি এপ ডাউনলোড করে ইন্সটল করুন।

এবং এই ভিডিওটি দেখুন



পোস্টটি এখনো টেস্টিং স্টেজে রয়েছে। পরীক্ষামূলক কিছু চেষ্টা চালানোর পর ফাইনালি প্রচারণা চালানো হবে। অনুগ্রহ করে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান।




Post a Comment

0 Comments